• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে করোনা সচেতনতায় ইউনিসেফের প্রচারনা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

জামালপুর জেলা সিনিয়র তথ্য অফিসের সহযোগীতায় সরিষাবাড়িতে করোনা সচেতনতায় ইউনিসেফ এর প্রচারনা মাইকিং করা হয়েছে। গতকাল সোমবার সরিষাবাড়ী পৌর সভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচারনায় মাইকিং করা হয়েছে।

 

জেলা তথ্য অফিস সুত্রে জানা গেছে,করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি সর্¤কিত মাইকিংয়ে প্রচারনায় উল্লেখ-করোনা ভাইরাসে যে কোন মানুষই আক্রান্ত হতে পারে। আপনি বা আমিও আক্রান্ত হতে পারি তাদের একজন।করোনা ভাইরাসে কেউ আক্রান্ত বা মারা গেলে তা অভিশাপ পাপের ফল বা দূর্ভাগ্য মনে করার কোন কারন নেই।

 

আক্রান্ত বা মৃত ব্যাক্তি আমাদেরই স্বজন,সুহৃদ ও শুভাকাংখী।তারা আপনার ভাই বোন,বান্ধব,প্রতিবেশী সহ কর্মী বা তাদের কেউ।আসুন আমরা তাদের প্রতি সহানুভ’তিশীল হই।এই মানবিক আচরন করি,এটি আমাদের ধর্মীয়,সামাজিক ও নৈতিক দায়িত্ব।

 

এ ব্যাপারে জামালপুর সিনিয়র তথ্য অফিসার নুরন্নবী খন্দকার বলেন এটি ইউনিসেফ এর প্রচারনা,আমরা জেলা তথ্য অফিস জামালপুর সহযোগীতা করছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর