• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

সরিষাবাড়ীতে গরুচুরি ও মাদক প্রতিরোধে জাগ্রত’৭১ কমিটি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সম্প্রতি গরুচুরি ও মাদক ব্যবসায়ীদের দৌড়াত্ব বেড়ে যাওয়ায় এর প্রতিরোধে ২৩ নভেম্বর সকালে জাগ্রত’৭১ এর ব্যানারে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলামকে সভাপতি ও আবু বক্কর এবং রেজাউল করিম রিজুকে গ্রুপ প্রধান করে ৫১ সদস্য সেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়।

জানা যায়, সম্প্রতি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের একই বাড়ির তিন কৃষকের ১০টি গরু, মহাদান ইউনিয়নে দুই কৃষকের ৪টি, আওনা ইউনিয়নে ২টি, ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামে ১০টিসহ বিভিন্ন এলাকায় দুই সপ্তাহ ব্যবধানে ৫০টি গরুচুরির ঘটনা ঘটে। এছাড়াও প্রতিনিয়ত এ উপজেলায় যেমন গরু চুরির ঘটনা বেড়েই চলছে এবং মাদক ব্যবসায়ীদের দৌড়াত্ব লাগামহীন। এলাকায় ব্যাপক গরু চুরির উৎপাত বেড়ে যাওয়ায় নিদ্রাহীন হয়ে পড়েছে এলাকার কৃষকজনতা। বিভিন্ন মোড়, রেল লাইনের ফাঁকা জায়গা, চরাঞ্চল এলাকায়, নদীপাড় এলাকাসহ মাদক ব্যবসায়ীদের দৌড়াত্ব বেড়ে গেছে। এর ফলে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ জরুরি হওয়ায় সরিষাবাড়ী উপজেলার যুবলীগের সভাপতি ও জাগ্রত ৭১ এর সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম মাদক ও গরুচুরির প্রতিরোধে কমিটি গঠনের উদ্যোগ নেন।

এ নিয়ে ২৩ নভেম্বর সকালে কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর, চরহেলেঞ্চাবাড়ী গ্রামের কাছের সেতু এলাকায় এক আলোচনা সভা হয়। পরে আবু বকর সিদ্দিক ও রেজাউল করিম রিজুকে গ্রুপ প্রধান, এ কে এম আশরাফুল ইসলামকে সভাপতি করে মাদক ও গরুচুরি প্রতিরোধে ৫১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়। টিম লিডারদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক কর্মীরা পালাক্রমে রাত জেগে পাহারা দিয়ে মাদক ও গরুচুরি প্রতিরোধে কাজ করে যাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর