• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে অবহিতকরণ কর্মশালা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ জুন ২০২১  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ময়মনসিংহ অঞ্চলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন সকালে উপজেলার হল মিলনায়তনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মাজেদের সভাপতিত্বে ভারচুয়াল জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অতীতের চেযে কৃষিতে বেশি উন্নতি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষি মন্ত্রী আব্দুল রাজ্জাকের নিবিড় পর্যবেক্ষণের কারণে কৃষিতে আজ বিপ্লব ঘটেছে। সেই ধারাবাহিকতায় বজায় রাখতে আমরা কৃষি সম্প্রসারণ অফিস কাজ করে যাচ্ছি। কৃষি জমি একটুকুও যেন অনাবাদি না থাকে সেই লক্ষে সবাইকে এগিয়ে আসতে অনুরোধও করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প খামারবাড়ী ঢাকার প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান ও সরিষাবাড়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর