• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে চালু করা হলো করোনার নমুনা সংগ্রহের বুথ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০  

বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি’র নির্দেশনায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য ‘বুথ’ এর উদ্বোধন করা হয়েছে।

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান এর উদ্বোধন করেন।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজি মোহাম্মদ রফিকুল হক, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ দেবাশীষ রাজবংশী, ডাঃ সাহেদুর রহমান, ডাঃ সাইফুর রহমান সোহান, ডাঃ আরিফুল ইসলাম, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ মুনতাছির রহমান, ডাঃ নাঈমা নাজরিন, তথ্য প্রতি মন্ত্রীর প্রতিনিধি সাখাওয়াত হোসেন মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ বলেন, তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর নির্দেশনায় করোনা ভাইরাস মোকাবেলায় সকলের সহযোগীতায় কাজ করছি। 

 

এর পাশাপাশি সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে জনসাধারনের নিকট থেকে বেশী করে স্যাম্পল কালেকশন ও ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে করোনা ভাইরাস নমুনা সংগ্রহে এ বুথ এর উদ্বোধন করা হলো।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর