• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১  

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ্বিতীয় বারের মত ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষনা করে ।

যার পরিপ্রেক্ষিতে তৃণমূলের নিম্ন আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়ে এবং পরিবারে দেখা দেয় খাবার সংকট। এমনি পরিস্থিতিতে কর্মহীন গরীব অসহায় দু:স্থ পরিবারের মাঝে পবিত্র এই মাহে রমজানে মানবতার অগ্রদূত হয়ে পাশে এসে দাড়িয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি।

রোববার (২৫ এপ্রিল) বিকাল ৩টায় পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থবারের মত তাঁর ব্যক্তিগত তহবিল থেকে  ৩ শতাধিক অসহায় দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে  ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল,ডাল, মুড়ি, আলু, খেজুর সহ অন্যান্য খাদ্য সামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক, তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন রাঙ্গা, কাউন্সিলর মোহাম্মদ আলী, সাবেক কাউন্সিলর কালা চানঁ পাল, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আসান আলী,

পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আল মামুন, উপজেলা যুবলীগের সদস্য ও কামরাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সামিউল খান সামিসহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ সকল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রমূখ ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর