• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে তিনজনের দেহে পাওয়া গেলা করোনা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

জামালপুরের সরিষাবাড়ীর সদর উপজেলার মাইজবাড়ীতে দুই ভাই ও ডোয়াইল ইউনিয়নের ডিক্রিবন্ধ গ্রামে এক ব্যক্তির শরীরে করোনা পাওয়া গেছে। গতকাল ২৭ এপ্রিল  সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে এই তিনজনের করোনা পজেটিভ আসে।

 

সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী রফিকুল হক জানান,  গত ২৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। এদের মাঝে ৯ জনের শরীরে করোনা পাওয়া যায়নি। বাকি ৩ জনের গতকাল সোমবারে আসা রিপোর্টে করোনা পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিরা সবাই পুরুষ, প্রথম জনের বয়স (২১), সে উপজেলা হাসপাতাল সংলগ্ন ইউনিল্যাব ডায়াগনোস্টিকের টেকনিশিয়ান দ্বিতীয় জন (১৬), প্রযুক্তি ডেন্টালের কর্মী, তৃতীয় জনের বয়স (৩৮)। সে কালিয়াকৈর সফিপুরে এক কারখানার শ্রমিক। সম্প্রতি কালিয়াকৈর থেকে বাড়িতে আসেন।

 

২৭ এপ্রিল রাতে উপজেলা হাসপাতালে খবর পাওয়ার সাথে সাথে পৌর এলাকার মাইজবাড়ী দুই জনের বাড়ি ও ডোয়াইল ইউনিয়নের ডিক্রীবন্ধের একজনের বাড়ি লকডাউন করে রেখেছে স্থানীয় প্রশাসন। পরে আক্রান্ত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে নিজ বাড়ি থেকে জামালপুর সদর হাসপাতালের স্বতন্ত্র করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ জানান, করোনায় শনাক্ত তিনজনের মধ্যে দুই জন ভাই। তারা স্থানীয় ডায়াগনোস্টিক সেন্টারে কর্মরত ছিলো। ওই ডায়াগোনিস্টিকে সম্প্রতি সরিষাবাড়ী উপজেলা লাগোয়া সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মুনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ি এলাকা থেকে করোনা পজেটিভ দুই রোগী চিকিৎসা নিতে আসলে ইউনিল্যাব সেন্টারটি লকডাউনসহ কর্মরত সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়। 

 

গতকাল (২৭ এপ্রিল) যাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে, তাদের তিন জনকে জামালপুর সদর হাসপাতালের স্বতন্ত্র করোনা আইসোলেশন সেন্টারে ভর্তির জন্য পাঠানো হয়। এ ঘটনায় আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউনে রাখা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর