• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা ঈদে সরকারি ছুটির সমান ছুটি পাবেন শ্রমিকরা

সরিষাবাড়ীতে পলাতক আসামি গ্রেপ্তার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রঞ্জু মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ নভেম্বর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের গাফতলি বাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ নভেম্বর সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ চন্দ্রনপুর গ্রামের আমতাজ আলীর ছেলে মো. রঞ্জু মিয়া। ২০১৬ সালের ৬ জুন গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে মাদক মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছিল। কিছুদিন জেলে থাকার পর জামিনে এসে আত্মগোপন করে। পরে আসামির অনুপস্থিতিতে জামালপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে আসামি রঞ্জু মিয়াকে ১ বছর ৯ মাস সাজা প্রদান করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ৬ নভেম্বর গোপন সংবাদে সরিষাবাড়ী থানার এএসআই মো. আনছার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ভাটারা গাফতলি বাজার থেকে তাকে রাতে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, ৬ নভেম্বর রাতে আসামিকে গ্রেপ্তার করে ৭ নভেম্বর সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর