• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী-দুস্থদের হুইলচেয়ার-সেলাইমেশিন বিতরন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ মার্চ ২০২১  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৩ মার্চ সকালে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর তথ্য প্রতিমন্ত্রীর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রকিব হাসান, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম, জামালপুর জেলার সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক লুৎফর রহমান লুলু, তারাকান্দি যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।

অপর দিকে ১৩ মার্চ দুপুরে পৌরসভার বাউসি এলাকায় তিনটি রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি। পরে এক সুধী সমাবেশে পৌর মেয়র মনির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যও রাখেন প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর