• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে বাঁধ ভেঙ্গে ২০টি গ্রাম প্লাবিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল-ভবানীপুর নদী রক্ষা বাঁধ ভেঙে দুর্ভোগে পড়েছে ২০ গ্রামের মানুষ।

 

ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন রতন জানান, মঙ্গলবার ২৮ জুলাই ভোর সাড়ে ৩টায় ঝিনাই নদীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত ডোয়াইল-ভবানীপুর নদী রক্ষা বাঁধের ভবানীপুর পূর্বপাড়া স্থানে পানির তীব্র স্রোতে ভেঙে ডোয়াইল, ভবানীপুর, বিলপাড়া, কাজী সদর, বেপারীপাড়া, পঞ্চনন্দপুর, পরমানন্দপুর, নয়াপাড়া, কৃষ্ণপুরসহ অন্ততঃ ২০টি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

এলাকাবাসীর অভিযোগ, বাঁধটি নির্মাণের পর থেকে এ পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। বেশ কয়েকটি স্থানে পূর্বে থেকেই ফাঁটল থাকলেও কর্তৃপক্ষ আমলে নেয়নি। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, বাঁধটি প্রাথমিকভাবে সংস্কার করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করতে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে।

 

জামালপুর পানি উন্নয়ন বোর্ডেও (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শীঘ্রই বাঁধটি সংস্কার করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর