• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গোপন রেডিও বার্তায় ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১  

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এসেছিল বঙ্গবন্ধুর কাছ থেকেই। ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে ঐতিহাসিক এই ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ঐতিহাসিক নথিটি সংরক্ষিত রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রেণীবদ্ধ সংরক্ষণাগারে।

যুক্তরাষ্ট্রের একটি গোপন দলিলে উল্লেখ রয়েছে যে, ১৯৭১ সালের ২৬ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের নেতৃত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়বস্তু ছিল ''পাকিস্তান''। যেখানে নিক্সন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দের সাথে উপস্থিত ছিলেন তৎকালীন সি.আই.এ (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) প্রধান রিচার্ড হেল্মস যিনি বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি তুলে ধরেছিলেন। রিচার্ড হেল্মস বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং বঙ্গবন্ধুর গ্রেফতার নিয়ে তখন বিস্তর আলোচনা করেন।

রিচার্ড হেল্মসের বক্তব্য অনুযায়ী ''২৬ মার্চ এক গোপন রেডিও বার্তায় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন"।

৩১ মার্চ, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে। সেই সাথে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক বঙ্গবন্ধু সে সম্পর্কেও যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিষ্কার করে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর