• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

সরিষাবাড়ীতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০  

‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২৯ আগস্ট বিকাল ৫টায় সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ বিটের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।

এ সময় প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের সকল নিরাপত্তার জন্য পুলিশ সদা প্রস্তুত। বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনের লক্ষ্যই হলো পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কোন দুর্ঘটনা হলে পুলিশ যাতে তাড়াতাড়ি ঘটনার স্থলে পৌঁছতে পারে এসব দিক বিবেচনায় নিয়ে এই কার্যক্রমের যাত্রা। ধাপে ধাপে এই সেবার মান আরও বাড়ানো হবে। প্রতিটি ইউনিয়নে একটি করে বিট পুলিশিং সেন্টার করা হবে। বিট পুলিশিং কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, মহাদান বিট পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম, বিট সহকারী কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম, এএসআই আশরাফুল আলমসহ স্থানীয় ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার সুধীজন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর