• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২০  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। হিউম্যান ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। ১ ফেব্রুয়ারি বিকেলে রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উৎসব কেবল একটি দলের নয়। এটি পুরো জাতির উৎসব। জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশ আজ স্বাধীন হতো না। বিশ্বের ১৪৫টি দেশ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করবে। নতুন প্রজন্মের কাছে জাতির জনকের আত্মজীবনী তুলে ধরতে হবে।’

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনোভেশন লিমিটেডেরর পরিচালক এস এম আলতাব হোসেন, ওয়ান ওয়ান জিরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাজমুস সাকিব, দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী শামীমা নাজনীন, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রোকুনুজ্জান রোকন, রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বাসেদ প্রমুখ।

উদ্বোধনী ভলিবল খেলায় তারাকান্দি জেএসসিএল একাদশ বনাম রংপুরের সানজিদা ট্রেডার্স এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টে শেরপুরের তুর্জয় ট্রেডার্স একাদশ বনাম বয়ড়া বাজার শেখ রাসেল ক্রীড়া একাদশ অংশ নেয়। টুর্নামেন্টে ভলিবলে ২৪টি এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ৩২টি দল লড়বে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর