• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে ২০৯ জন গর্ভবর্তী নারী পেল চিকিৎসা সহায়তা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যাদুর্গত এলাকায় ২০৯ জন গর্ভবর্তী নারীকে এক হাজার ৭০০ টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। ল্যাম্ব হাসপাতালের সহযোগিতায় ৮ ডিসেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা ও জেলা স্বাস্থ্য বিভাগ জামালপুরের আয়োজনে এ সহায়তা দেওয়া হয়।

ইউএনএফপিএ উপজেলা কর্মকর্তা আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সহায়তা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা এ বি এম শফিকুল ইসলাম, ল্যাম্ব হাসপাতালের কর্মকর্তা ফুয়াদ খাঁন, বাবলু কুজুর, জুয়েল রহমান, ইউএনএফপিএ উপজেলার মাঠ কর্মকর্তা ফাকিয়াতুজ্জামান, সরিষাবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এম এ রউফ, সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল হোসেন প্রমুখ।

উল্লেখ যে, গত ২৭ ও ২৮ অক্টোবর উপজেলার পিংনা, আওনা ও ভাটারা ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় ২৫৬ জন গর্ভবর্তী নারী, এক হাজার ৪১২ জন বিভিন্ন রোগের রোগীদের মাঝে চিকিৎসা সেবা দেয় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বেসরকারি ল্যাম্ব হাসপাতাল। ২৫৬ জন গর্ভবর্তী নারীদের মধ্যে ২০৯ জনকে এক হাজার ৭০০ টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর