• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সাঘাটায় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনে -ডিপুটি স্পিকার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উৎযাপন উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় ফয়জার রহমান মন্ডল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদ্যাপন আঞ্চলিক বাস্তবায়ন কমিটি আয়োজিত ২৭ ফেব্রয়ারী বৃহস্পতিবার বিকেলে ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। 

 

এসময় বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, সাঘাটা উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, ভরত খালী ইউপি চেয়ারম্যান শাসীল আজাদ শীতল প্রমূখ। উদ্বোধনী ফুটবল টুর্ণামেন্টে রাজশাহী কিশোর একাডেমিক ও রংপুর জয় স্পোটিং ক্লাব অংশ নেয়। এ খেলায় রংপুর স্পোটিং ক্লাবের কাছে ৪-০ গোলে   রাজশাহী কিশোর একাডেমি ক্লাব হেরে যায়।

 

অন্যদিকে এদিন সাঘাটার নয়াবন্দর উচ্চ বিদ্যালয় ও ডি.পি শহর উচ্চ বিদ্যালয় দুটির একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পদুমশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর। সাঘাটা থানার অফিসার ইনচাজ বেলাল হোসেন। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, ডি.পি শহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহ শাহিনুর ইসলাম, নয়াবন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর রশীদ হিরু, পদুমশহর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন, আওয়ামীলীগ নেতা সুমন মিয়া, জুয়েল মিয়া, শাহজাহান মিয়া প্রমুখ

 

পৃথক এ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেন, পাকিস্থান থেকে যুদ্ধ করে, আমরা বাংলাদেশ রাষ্টটিকে স্বাধীন করতে পেরেছি, এিশ লক্ষ শহিদের বিনিময়ে, “শিক্ষাই জাতীয় মেরুদন্ড”। জাতীকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মানুষের পরম আত্বিয় হতে হবে। প্রাইভেট পড়ানো বন্ধ রাখতে হবে। অন্যের ভালো হওয়াটাই শিক্ষকদের কাম্য হওয়া উচিত। তিনি আরো বলেন, নেতৃত্ব ও কর্তৃত্বকে এক হতে হবে, তবেই তো দেশের উন্নয়ন হবে। বর্তমান সরকার দেশ ও মানুষের উন্নয়নে কাজ করছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর