• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সাতক্ষীরায় করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা সম্পন্ন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ জুন ২০২০  

সাতক্ষীরায় করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে জেলা করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভায় সাতক্ষীরা-২ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ নজরুল ইসলাম, পুলিশ সুপার, সিভিল সার্জন, মেয়র সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা চেয়ারম্যান, ডিডি এন এস আই উপস্থিত ছিলেন। 

 

এছাড়া, উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডিআরআরও এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং সকল উপজেলা নির্বাহী অফিসারগণ জুমের মাধ্যমে সভায় অংশ গ্রহণ করেন।

 

সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

 

১। মাস্ক ছাড়া কেউ বাইরে আসলে তাকে জেল ও জরিমানা করা হবে।

 

২। আন্তঃ জেলা জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

 

৩। জেলা অভ্যন্তরে প্রবেশের পয়েন্টে চেকপোষ্ট চলমান থাকবে।

 

৪। জেলার বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না এবং জেলার ভিতর থেকে কেউ বাইরে যেতে পারবেনা।

 

৫। সাতক্ষীরা বাস টার্মিনালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, পৌরসভার প্রতিনিধি, বাস মালিক সমিতির প্রতিনিধি সমন্বয়ে একটি সার্ভিলেন্স টিম গঠন করা হলো। উক্ত কমিটি কর্তৃক বাস চালক এবং যাত্রীগণ স্বাস্থ্য বিধি যথাযথভাবে পালন করছে কিনা তা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

 

৬। স্বাস্থ্য বিধি মেনে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার(ভূমি) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

 

৭। জেলার প্রতিটি বাজারে ব্যবসায়ীগণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দুরত্ব নিশ্চিত করবেন।

 

৮। সরকারি নির্দেশনা অনুযায়ী, সকাল ১০ টার আগে এবং বিকাল ৪ টার পরে দোকান খোলা রাখা যাবে না। এর ব্যত্যয় হলে দোকানদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

৯। জনগণকে মাস্ক পরার বিষয়ে অবহিত করার জন্য জেলা / উপজেলা পর্যায়ে ব্যাপক মাইকিং করা হবে।

 

১০। ত্রাণ নিয়ে অনিয়ম করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

১১। বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের বিষয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পরিচালক, বিআরটিএ, সাতক্ষীরার সমন্বয়ে গঠিত কমিটি ব্যবস্থা গ্রহণ করবেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর