• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সাদত আল মাহমুদের প্রকাশিত উপন্যাস ‘রাজাকার কন্যা’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১  

মুক্তিযুদ্ধের সময় আকবর তার তিন সহযোগী যোদ্ধাকে নিয়ে রাজাকার ও হানাদারদের আক্রমণের মুখে পড়েন। প্রখ্যাত রাজাকার নাজমুলের কন্যা তাহমিনা পাকিস্তানি হানাদারদের এবং তার বাবার হাত থেকে কৌশলে আকবরসহ অন্যদের জীবন রক্ষা করেন। তারপরই দেশের অসংখ্য মা-বোন-স্ত্রী-কন্যার মতো তাহমিনাকেও পাকিস্তানি হানাদারেরা ক্যাম্পে ধরে নিয়ে যায়। সেখানে দীর্ঘসময় ধরে তাহমিনা পাক আর্মির ক্যাম্পে অমানুষিক নির্যাতন ও গণধর্ষণের শিকার হয়।

যুদ্ধশেষে তাহমিনা বীরাঙ্গনা জেনেও কোনোকিছুর তোয়াক্কা না করে সমাজের তীর্যক দৃষ্টির বুকে পাড়া দিয়ে নারী পুনর্বাসন কেন্দ্র থেকে স্ত্রীর মর্যাদা নিয়ে আকবর তাকে বিয়ে করেন।

২০১৭ সালের বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের লেখক সাদত আল মাহমুদের প্রকাশিত উপন্যাস ‘রাজাকার কন্যা’ পাঠকমহলে তোলপাড় সৃষ্টি করেছে। ইতোমধ্যেই উপন্যাসটির তৃতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে। চতুর্থ সংস্করণ প্রকাশিত হলো কাকলী প্রকাশনী থেকে। বৃহৎ পরিসরের এই উপন্যাসটির পরতে পরতে মুক্তিযুদ্ধের নয় মাসের সংগ্রামের অন্তরালে উঠে এসেছে মুক্তিযুদ্ধের সময় দেশের অসংখ্য মা-বোনের ইজ্জত ও সম্ভ্রমহানীর করুণ ও চোখে জল আনা কাহিনি। সাথে সাথে নারীরাও যে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভ‚মিকা রেখেছিল সে কথাও উপন্যাসের কথকতায় উঠে এসেছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর