• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

সানন্দবাড়ী আকন্দ পাড়া নৌঘাটে একটা সেতু আবশ্যক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের শেষ প্রান্তে সানন্দবাড়ী আকন্দ পাড়া নৌঘাটে  একটা সেতু আবশ্যক। 

 

সানন্দবাড়ী আকন্দ পাড়া নৌঘাটে অনতি বিলম্বে একটা সেতুর জন্য জোর দাবি করেছেন এলাকা বাসি। 

 

সানন্দবাড়ীতে রয়েছে ডিগ্রি কলেজ, একটি বহুমুখী উচ্চবিদ্যালয়, একটি বালিকা উচ্চবিদ্যালয়, একটি সিনিয়র আলিম মাদ্রাসা, আশেপাশে ৭থেকে ৮টি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেন সহ বেশ কয়েকটি হাফিজিয়া ও কওমী মাদ্রাসা এবং অনেক গুলো প্রতিষ্ঠান রয়েছে, যেখানে অত্র এলাকার ২০০০থেকে ৩০০০জন ছাত্র /ছাত্রী সহ ১০থেকে ২০০০০হাজার জনগন চলাচল করেন।

 

সানন্দবাড়ির পল্লী চিকিৎস মো. হারুন মিয়া বলেন, বর্ষা মৌসুমে নদী ভরা পানি জনমনে যেমন দূর্ভোগ পোহাতে হয়, তেমনি শুকনা মৌসুমে দূর্ভোগ টা আরো চরম আকার ধারণ করে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে জনসাধারণকে। যা নারী ও শিশু দের জন্য কষ্ট সাধ্য।স্থানীয় সুত্রে জানা যায়  উক্ত খেয়াঘাট হয়ে সানন্দ বাড়ী হাট করতে হয় নয়াচর, মোল্লার চর, মধ্যের চর সহ অনেক গ্রামবাসীর। যেহেতু এলাকাটি জামালপুরের শেষ সীমানায় তাই প্রশাসনের ও  একান্ত ভাবে  প্রশাসনের ও স্বংশ্লীস্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর