• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সানন্দবাড়ীতে এক হাজার পিছ ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকা থেকে ১৭ জানুয়ারি এক হাজার পিস ইয়াবা বড়িসহ একজন বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। তাকে সানন্দবাড়ী সেতুর দক্ষিণ পাশে টোল ঘরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার মাদক কারবারি হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার উত্তর আলগারচর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. হারেছ আলী (৫০)।

 

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ১৭ জানুয়ারি সকাল নয়টার দিকে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী সেতুর দক্ষিণ পাশে টোল ঘরের সামনে তল্লাশি চকি বসানো হয়। অভিযানের এক পর্যায়ে রৌমারী থেকে ঢাকাগামী ক্রাউন ডিলাক্স বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় যাত্রীবেশে থাকা মাদক কারবারি মো. হারেছ আলীর ব্যাগে একহাজারটি ইয়াবা বড়ি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। মাদক কারবারি মো. হারেছ আলীকে গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে।

 

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর