• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

সানন্দবাড়ীতে করোনা প্রতিরোধে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ জুন ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়ন  পরিষদে করোনাভাইরাস  প্রতিরোধে ২০১৯–২০২০ অর্থ বছরে এলজি এসপি ৩ এর আওতায় ২২০টি দরিদ্র পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।

 

আজ বৃহস্পতিবার ১৮ জুন  উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পাটাধোয়াপাড়া ও শেখপাড়া গ্রামের দরিদ্র ২২০ টি পরিবারের মধ্যে করোনাভাইরাসের প্রার্দুভাবে সংক্রামন প্রতিরোধে সুরক্ষা সামগ্রীর মধ্যে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরন করা হয়। ইতি পূর্বে উক্ত গ্রামে করোনাভাইরাসের ৩ জন আক্রান্ত হয়েছে। এজন্য ঐ গ্রামে ২২০টি পরিবারের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 

বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান, সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দিন,

চর আমখাওয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আকন্দ, ইউপি সদস্য আমিনুল ইসলাম।

 

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ বলেন, করোনাভাইরাসের প্রাদূর্ভাবের সংক্রামন থেকে বাচঁতে হলে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার,  ব্লিচিং পাউডার ঘরে ছিটানো, বাড়ীঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, কথা বলার সময় ৩ ফুট দুরুত্ব বজায় বাখুন।

 

সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন সবাইকে সচেতন হতে বলেন, বাড়ীর বাহিরে যেতে নিষেধ করেন, সাবান দিয়ে হাত ধোয়া, ব্লিচিং পাউডার দিয়ে ঘরে ছিটানো ও পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। সামাজিক দুরুত্ব বজায় রাখুন।

 

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, সবাইকে সামাজিক দুরুত্ব বজায় রাখুন, আপনার পরিবারে সবাইকে সাবান দিয়ে হাত ধুবেন,ও মুখে মাস্ক ব্যবহার করবেন। বাড়ীর বাহিরে ঘোরা ফেরা করবেন না। সবাই স্বাস্থবিধি মেনে চলুন নিরাপদে থাকুন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর