• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সানন্দবাড়ীতে সঞ্চয় ও ঋণকার্যক্রম কমিটির সমন্বয় সভা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার, ১নং ক্লাস্টার সানন্দবাড়ীতে আজ মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, জামালপুর নতুন জীবন কমিউনিটি সোসাইটি ১নং ক্লাস্টার সানন্দবাড়ী, সঞ্চয় ও ঋণ কার্যক্রম কমিটির সমন্বয় সভা আয়োজন করা হয়। 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

 

সামাজিক বিনিয়োগ ও নারী ক্ষমতায়নে নির্সলস ভাবে কাজ করে যাচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। একই সাথে কাজ করে যাচ্ছে দারিদ্র্য বিমোচন ও উৎপাদনকারী দল নিয়ে। আরও কাজ করেন জীবন মান উন্নয়ন নিয়ে। 

 

সঞ্চয় ও ঋণ কার্যক্রম কমিটির আহবায়ক মোছাঃ ফরিদা বেগমের সভাপতিত্বে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

 

উক্ত সভায় উপস্থিত ছিলেন এসডিএফ এর জামালপুরের জেলা কর্মকর্তা মোঃ শামসুল আলম।  আরও উপস্থিত ছিলেন, সিএফ মোঃ জাবেদ আলী, সিএফ গাজীউর রহমান। 

 

আরও উপস্থিত ছিলেন জামালপুর নতুন জীবন কমিউনিটি সোসাইটি, ১নং ক্লাস্টার সানন্দবাড়ীর নির্বাহী কমিটির সভাপতি মোছাঃ সাজেদা বেগম, সেক্রেটারি মোছাঃ শরিফা আক্তার, ক্যাশিয়ার মোছাঃ রোজিনা বেগম।

 

আরও উপস্থিত ছিলেন জামালপুর নতুন জীবন কমিউনিটি সোসাইটি, ১নং ক্লাস্টার সানন্দবাড়ী, সোশ্যাল অডিট কমিটি (স্যাক) আহবায়ক মোঃ ফরিদুল ইসলাম,স্যাক সদস্য মোছাঃ হুনুফা খাতুন, স্যাক সদস্য লাবণী আক্তার সহ ২০টি গ্রাম সংগঠনের প্রতিনিধি গন।

 

জেলা কর্মকর্তা মোঃ শামসুল আলম সকালের উদ্দেশ্য বলেন, প্রতিটি গ্রাম সংগঠনের খেলাপী ঋণ আদায় করতে হবে, গ্রাম সংগঠনের সদস্যকে খেলাপী মুক্ত করতে হবে, বন্ধ গ্রাম চালু করতে হবে, সকল গ্রাম সংগঠনের প্রতিনিধিদের দায়িত্ব বন্টন করে দিতে হবে, প্রতিটি গ্রাম সংগঠন শক্তিশালী করতে হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর