• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

সানন্দবাড়ীতে "সিভিএ কার্যক্রম" মিটিংয়ের আয়োজন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিম পাড়া কমিউনিটি ক্লিনিকে আজ মঙ্গলবার ১৪ জানুয়ারি সিভিএ কার্যক্রম বিষয়ক সভার আয়োজন করা হয়। 

 

 ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে,BIeNGS প্রকল্প, জামালপুর ও শেরপুর জেলায় যৌথ ভাবে পরিচালিত হচ্ছে। 

 

উক্ত মিটিং ওয়ার্কিং গ্রুপের  সভাপতি কবি আজিজুর রহমান এর সভাপতিত্বে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। 

 

উক্ত সভায় উপস্থিত ছিলেন BIeNGS project উন্নয়ন সংঘ এর জামালপুর ও শেরপুর জেলার মনিটরিং অফিসার মোঃ আব্দুল হালিম সাহেব। 

 

উন্নয়ন সংঘ দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর শাহানা পারভীন, প্রোগ্রাম অফিসার মোঃ আল মজনু, দায়িত্ব প্রাপ্ত সিভিএ মোঃ আজিজুর রহমান, সিভিএ আফসানা মিমি মিম, সিএনপি  আনোয়ারা বেগম, সিএনপি রাজিয়া বেগম, পিডিএইচ ভলান্টিয়ার মোছাঃ রোজিনা বেগম।

 

উক্ত মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম মেম্বার, আঃ মান্নান মেম্বার, মুক্তিযোদ্ধা আঃ মজিদ, ঢ়সাংবাদিক রশিদুল আলম, রফিকুল ইসলাম, বকুল হোসেন সহ সকল সিজিপিএ সদস্য গন।

 

সিভিএ আজিজুর রহমান বলেন,অতি দরিদ্র, দরিদ্র, চিহ্নিত করে চুড়ান্ত তালিকা দিতে হবে, ওয়ার্কিং গ্রুপের দক্ষতা বাড়াতে হবে, কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বাগান করতে হবে, উপস্থিত সকলে সহমত জ্ঞাপন করেন।

 

সাংবাদিক রশিদুল আলম বলেন, কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানুষকে মা, শিশু, কিশোরীদের কমিউনিটি ক্লিনিক মুখী করতে হবে। সেবা মুলক কাজে অংশ গ্রহন করে ক্লিনিকের চিত্র উন্নয়নে অবদান রাখতে প্রস্তুত। 

 

কবি আজিজুর রহমান বলেন আমরা কমিউনিটি ক্লিনিকের আশেপাশের কিশোরীদের নিয়ে কিশোরী ক্লাব গঠণ করবো, এতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কিশোরীদের স্বচেতনামুলক কাজে অংশ নিয়ে এলাকাবাসী উদ্ভুদ্ধ করতে হবে। 

তিনি আরও বলেন আমাদের কমিউনিটি ক্লিনিকের পুষ্টির বাগান স্থাপন করার লক্ষ্যে, মাটি ভরাট, চারি পাশে বেড়া, এবং অন্যান্য কাজের জন্য সদস্যরা চাঁদা তুলে কার্যক্রম শুরু করেছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর