• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সামোয়ায় হামের মহামারিতে মৃত ৭০

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় হামের মহামারি। হাম ছড়িয়ে ৭০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এই মহামারি প্রতিরোধে জাতিসংঘ ২৬ লাখ মার্কিন ডলার জরুরি সহায়তা দিয়েছে।

 

গত সপ্তাহে ব্যাপক টিকাদান কার্যক্রম সত্ত্বেও সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় সরকারী হিসেবে আরো ১১২ জন এতে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় দেশটি গত দুইদিন ধরে অচল হয়ে পড়েছে।

 

নিউইয়র্কে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডারসেক্রেটারি জেনারেল এবং জরুরি ত্রাণ সহায়তার সমন্বয়ক মার্ক লুকক বলেন, এই জরুরি সহায়তা দেয়া হয়েছে।

 

লুকক এক বিবৃতিতে বলেন, ‘সামোরার জনগণ এককভাবে এই মহামারির সঙ্গে লড়াই করতে পারবে না। আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এই মহামারির প্রাদুর্ভাব প্রতিরোধে দ্রত পদক্ষেপ নিতে হবে।’

 

সামোরা সরকার বলেছে,দেশটির দুই লাখ জনসংখ্যার ৯০ শতাংশকে হামের টিকা দেয়া হয়েছে। মধ্য অক্টোবরে যখন হাম ছড়ানো শুরু করে তখন টিকা গ্রহনকারী ছিল ৩০ শতাংশ। টিকা গ্রহনের পরে এর কার্যকারিতা শুরু হতে সময় লাগে ১০ থেকে ১৪ দিন।

 

মোট হাম আক্রান্ত লোকের সংখ্যা ৪ হাজার ৬৯৩ জন, তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১৬ শিশুসহ ২২৯ জন বর্তমানে হাসপাতালে রয়েছে। এদের মধ্যে ১৬ শিশুর অবস্থা আশংকাজনক।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর