• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

জামালপুরের কাছারিপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৬ ডিসেম্বর সকালে ভিত্তিপ্রস্তর ফলক উম্মোচন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ কে এম জহুরুল ইসলাম মনসুর, প্রধান শিক্ষক মো. সফিউর রহমান, জ্যেষ্ঠ শিক্ষক আওয়ামী লীগনেতা মজিবুল ইসলাম দিলীপ, বিদ্যুৎসাহী সদস্য আওয়ামী লীগ সরোয়ার হোসেন শান্ত, পৌর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জল, জেলা যুবলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এ কে এম জয়নুল ইসলাম জনিসহ বিদ্যালয়টির অন্যান্য শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ মোনাজাতে অংশ নেন।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটির নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৭৫ লাখ টাকা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর