• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

সীমান্তে চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্স পরিচালনা করা হবে: ডিসি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক বলেছেন জামালপুর সীমান্তবতী এলাকা দিয়ে কোন মাদক, অবৈধ গরু পাচার,ভারতীয় পণ্য পাচার সহ অবৈধভাবে চোরাচালান করতে দেওয়া হবে না।

 

সীমান্তে চোরাচালান প্রতিরোধে উপজেলা প্রশাসনকে প্রতি মাসে ৮ টি করে টাস্কফোর্স পরিচালনার নির্দেশ দেন জেলা প্রশাসক।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এছাড়াও সীমান্তে মাদক প্রতিরোধে বিজিবির টহল বৃদ্ধি ও যানবাহনে তল্লাশি করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি বুনো হাতির আক্রমনে মানুষের ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয়দের সচেতন থাকার পরামর্শ দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। 

 

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে সভায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি মো. হযরত আলী , বকশীগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মনিরুজ্জামান , মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম , উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান, সাংবাদিক আশরাফুল হায়দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান ফারুক, বগারচর ইউপির প্যানেল চেয়ারম্যান ফরিদ উদ্দিন প্রমুখ।

 

প্রতিরোধ কমিটির সভায় জনপ্রতিনিধি, সংবাদ কর্মী, পুলিশ, বিজিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর