• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হলেন বকশীগঞ্জের শিক্ষক জাহিদুল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১  

জামালপুরের বকশীগঞ্জের খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জাহিদুল ইসলাম পলাশ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন। 

 

করোনাকালে অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠে সংযুক্ত রাখতে বিশেষ অবদান রাখায় ১৭ এপ্রিল বিকালে এটুআই কর্তৃক পরিচালিত বিশ্বের সর্ববৃহৎ অনলাইন প্লাটফর্ম শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ তাকে সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত করেন।

 

তিনি করোনাকালে সর্বপ্রথম অনলাইন স্কুল ময়মনসিংহ অনলাইন স্কুলের একজন এডিটর এবং প্রাথমিকে সর্বপ্রথম অনলাইন স্কুল বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের প্রতিষ্ঠাকালীণ এডমিন এছাড়াও জামালপুর অনলাইন প্রাইমারী স্কুলের এডমিন হিসেবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এটুআই কর্তৃক পরিচালিত ”ঘরে বসে শিখি” ফেসবুক পেইজ সহ সারাদেশের বিভিন্ন ফেসবুক পেইজে লাইভ ক্লাস নিয়ে করোনাকালে শিক্ষার্থীদের কাছে অত্যন্ত পরিচিত হয়েছেন গণিতের এই মাষ্টার ট্রেইনার।

জানা গেছে এটুআই থেকে ঘোষিত আইসিটি ফর জেলা শিক্ষক অ্যাম্বাসেডর প্রোগ্রামে এবং শিক্ষক বাতায়নে সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে কাজ করে যাচ্ছেন। 

উপজেলা গ্রামীন এলাকায় থেকে যেখানে প্রায় সময় বিদ্যুৎ এবং ইন্টারনেটের সমস্যা, সেখানে থেকে নানা প্রতিকুলতার মাঝে ২০২০ সালের মার্চ মাস থেকে লাইভ ক্লাস নিয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আলোর মুখ দেখিয়েছেন এ জাহিদুল ইসলাম পলাশ।

জাহিদুল ইসলাম পলাশ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ায় খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে, এছাড়াও বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের এবং জামালপুর অনলাইন প্রাইমারী স্কুলের শিক্ষকগণ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর