• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সোনাভরি নদীর পতিত জমিতে সোনার ফসল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ মে ২০২১  

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সোনাভরি নদীর পতিত জমিতে এখন সোনার ফসল ফলে। আগাম জাতের বোরো ধান আবাদ করে লাভবান এলাকাবাসী।

 

গতকাল বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার সোনাভরি নদীতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দিগলাপাড়া হতে রৌমারী ¯øুইচগেট, বানছারচর হতে টাপুরচর পযর্ন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকা জুড়ে বোরো ধান চাষ হয়েছে। 

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সোনাভরি নদীর পতিত প্রায় ২০ হেক্টর জমিতে এবার উচ্চ ফলনশীল আগাম জাতের ২৮ ও ৫২ বোরো ধান চাষ হয়েছে।  

 

কৃষক আব্দুর রহিম বলেন, সোনাভরি নদীতে  ৬ মাস পানি থাকে, ৬মাস শুকনা থাকে, আমরা নদীর তলিতে বোরো ধান চাষ করছি, বন্যার আগেই ধান কেটে ঘরে তুলতে পারবো, নদীর জমিতে ধান চাষ করতে সার ও কিটনাশক তেমন লাগেনা, খরচ কম লাভ বেশি হয়। আমরা আশা করি প্রতি ৩ শতকে  দুই মন করে ধান উৎপাদন হবে। 

 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, রৌমারী সোনাভরি নদীর পতিত জমিতে ব্যাপক হারে বোরো ধান চাষ হয়েছে। নদীর বুকে কোথাও কোন পতিত জমি নাই। আমরা সোনাভরি নদীর দুই তীরে বসবাসরত কৃষকদের পরামর্শ দিয়েছি, আগাম জাতের বোরো ধান চাষ করার জন্য। নদীর মাটি উর্বর থাকায় ফসন ভালো হয়, খরচ সীমিত সার ও কিটনাশকের তেমন প্রয়োজন হয় না। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর