• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সৌদি থেকে দেশে ফিরলেন আরও ৩৬৬ বাংলাদেশি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

সৌদি আরব থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফিরেছেন ৩৬৬ জন প্রবাসি। আকাশ পথে যোগাযোগ বন্ধ হওয়ায় তারা সৌদি আরবে আটকা পড়েছিলেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে। 

 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, ৩৬৬ জন বাংলাদেশির মধ্যে ১৩৪ জন ওমরা হজ যাত্রী। বাকিরা প্রবাসী শ্রমিক ও অন্যান্য কাজে সৌদি আরবে গিয়ে আটকে পড়েছিলেন।

 

হজযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জানান, ফেরৎ আসা ব্যক্তিদের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে পাঠানো হবে।

 

এর আগে, গত মঙ্গলবার নেপালের বুদ্ধা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে আসেন ১৩ বাংলাদেশি। দেশে ফেরার পর ১৩ জনের মধ্যে ১১ জনকে হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে এবং দুজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর