• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইল যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ মে ২০২১  

টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার (বিস্কুট, কেক, ব্রেড) তৈরি করায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে (বেকারী) ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ৪ মে দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসকের সহযোগিতায় চলমান সেবা সপ্তাহ উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে (বেকারী) অভিযান চালায় টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান পরিচালনাকালে মানহীন নোংরা পরিবেশে বেকারী পন্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর অবস্থায় খাবার তৈরি করায় যমুনা বেকারীকে ৭ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

এ সময় যমুনা বেকারীতে কর্মরত সংশ্লিষ্ট সকলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করার নির্দেশনা প্রদান করেন তিনি। পরবর্তীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির বিষয়টি প্রমাণ হলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেয়ার ও হুশিয়ারি দেন তিনি। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর