• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ক্ষুদ্র শিল্পের জন্য ২ হাজার কোটি টাকার তহবিল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ জুলাই ২০২০  

কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প (সিএমএসই) প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বাণিজ্যিক ব্যাংকগুলো যে ঋণ দেয়, এর নিশ্চয়তাদানকারী (গ্যারান্টার) হিসেবে বাংলাদেশ ব্যাংক থাকবে। এ জন্য গঠন করা হবে দুই হাজার কোটি টাকার তহবিল। এর আওতায় সিএমএসইতে বিতরণ করা কোনো ঋণ আদায় না হলে কেন্দ্রীয় ব্যাংক মূল ঋণের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত পরিশোধ করবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্তের অনুমোদন হয়। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সব পরিচালক সভায় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘অতীতে কোনো সময়ে ক্রেডিট গ্যারান্টি দেওয়া হয়নি। এটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক। করোনায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা কাটিয়ে উঠতে এই সুযোগ দেওয়া হলো।’

ব্যাংকারদের দাবির পরিপ্রেক্ষিতে এই গ্যারান্টি স্কিম চালু করা হলো। এই স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক দুই হাজার কোটি টাকার তহবিল গঠন করবে। ব্যাংকগুলো এর বিপরীতে আট হাজার ৩৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। যদি কোনো ঋণ আদায় সম্ভব না হয়, তখন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। কেন্দ্রীয় ব্যাংক এর বিপরীতে মূল ঋণের ৩০ থেকে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত পরিশোধ করবে।

যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে তারা এই তহবিলের অর্থ নিতে পারবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর