• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

৩০ লাখ পরিবারকে ৬৮০ কোটি টাকা নগদ দেবে বাংলাদেশ সরকার:তথ্যমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

খেটে খাওয়া দিনমজুর এবং সর্বাধিক দারিদ্র্য আছে এমন একশ’ উপজেলায় ৩০ লাখ পরিবারের মধ্যে ৬৮০ কোটি টাকা নগদ বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। 

 

রোববার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার সরকারি বাসভবন থেকে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনার বিষয়ে বক্তব্যে এ তথ্য জানন।

 

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী এবং অন্যান্য শিল্প খাত, রফতানি শিল্পখাতসহ সবাইকে এই প্যাকেজের আওতায় এনেছেন। এজন্য সব মহল প্রধানমন্ত্রীর প্রশংসা করছে। 

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শুধু অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন তা নয়। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে খাদ্য বিতরণ করা শুরু হয়েছে আরো আগেই। এছাড়া ১০ টাকা দরে চাল বিক্রি করাও হচ্ছে। সরকার ৩০ লাখের বেশি পরিবারের মধ্যে ৬৮০ কোটি টাকা নগদ অর্থ বিতরণ করার পরিকল্পনা করেছেন। সর্বাধিক দারিদ্র্য আছে এমন ১০০টি উপজেলায়, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সব বয়স্ককে এই প্যাকেজের আওতায় আনার জন্য ঘোষণা দিয়েছেন (আজ সকালে)। এভাবে সমস্ত বিষয়টিকে বিবেচনায় এনে ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সবাইকে এই অর্থনৈতিক প্যাকেজের আওতায় এনেছেন। 

 

হাছান মাহমুদ বলেন, ৭২ হাজর ৭৫০ কোটি টাকার যে প্রণোদনার প্যাকেজ ঘোষণা করা হয়েছে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী একটি পদক্ষেপ। এখানে অনেকগুলো প্যাকেজ যুক্ত আছে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর