• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

৫ শত ৩৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১  

বিগত তিন বছরে উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কক্সবাজার রিজিয়ন বিজিবি, যার আনুমানিক মূল্য ৫৩৫ কোটি ১৪ লাখ ৯২ হাজার টাকা।
বুধবার “মাদকদ্রব্য ধ্বংসকরণ ২০২১” শীর্ষক এক অনুষ্ঠানে মালিকবিহীন এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান।

বিজিবি কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কক্সবাজার রিজিয়নের বিজিবি সদস্যদের মাদক চোরাচালান প্রতিরোধে দক্ষতার সাথে কাজ করার ভূয়সী প্রশংসা করেন।

এরপর নিজ হাতে ইয়াবা ধ্বংসকরণের মাধ্যমে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে  ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ পিস ইয়াবা,  ৩৩ হাজার ৫৭১ ক্যান বিয়ার, ৫ হাজার ৫১৯ বোতল মদ, ১ হাজার ৭৩৬ লিটার তরল মদ এবং ১৫ কেজি ৭৩২ গ্রাম গাঁজা

এছাড়াও বিভিন্ন সময়ে ১ হাজার ৫৪১ জন আসামিসহ ৯২ লাখ ৩৬ হাজার ৭২৫ পিস ইয়াবা মামলার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৩০০ কোটি টাকা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক, কক্সবাজারের সংসদ সদস্য, সুরক্ষা সেবা বিভাগের সচিব, বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) এবং বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর