• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ

হাওরের অনাবাদি জমিতে কোটি টাকার মিষ্টি কুমড়া চাষ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৪  

হাওরের বিস্তৃত জলাভূমিতে মাছ ও শুকনো মৌসুমের ধান উৎপাদনের জন্য খ্যাতি থাকলেও দিন দিন সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। মূলত প্রাকৃতিক দুর্যোগ আর রোগবালায়ে প্রতিবছর ধান চাষে ক্ষতির বোঝা বাড়ায় সবজিতে ঝুঁকছেন কৃষকরা। আর হাওরের অর্থকরী ফসল হয়ে উঠছে মিষ্টি কুমড়া চাষ। মোহাম্মদ ফয়সাল। হাওরের অনাবাদি তিন হাজার কাঠা জমিতে ১০ জন বন্ধু মিলে আবাদ করেছেন মিষ্টি কুমড়ার। বীজ, সারসহ চাষাবাদের পেছনে তাদের খরচ হয়েছে ১৭ লাখ টাকা। উৎপাদন ভালো হওয়ায় জমি থেকেই ফসল বিক্রি করছেন তারা। এবার সব মিলিয়ে তাদের বিক্রি হবে অর্ধ কোটি টাকা। খরচ মিটিয়ে জনপ্রতি ৬ থেকে ৭ লাখ টাকার লাভের আশা তাদের। জেলার খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ কলমাকান্দার বিস্তৃত হাওরের অনাবাদি জমি গুলোতে মিষ্টি কুমড়া চাষ করছেন কৃষকরা। লালিমা ও আন্ডার গোল জাতের মিষ্টি কুমড়া হাওরে আবাদ হয়েছে সবচেয়ে বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে ফসলের। তবে শীতে হঠাৎ বৃষ্টিতে কিছুটা ক্ষতি হয়েছে। সব ক্ষতি পুষিয়ে জমি থেকেই ফসল বিক্রি করছেন কৃষকরা। মৌসুমের শুরুতে বাজার দর ভালো থাকায় জমি থেকেই প্রতিটি মিষ্টি কুমড়া বিক্রি হয়েছে ২৬ থেকে ২০ টাকার মধ্যে। তবে এখন চাহিদা কম ও উৎপাদন বেশি হওয়ায় বাজারেও এর প্রভাব পড়েছে। এখন ১৩ থেকে ১৮ টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রতি পিস মিষ্টি কুমড়া। হাওরের এই মিষ্টি কুমড়া ট্রাকে করে প্রতিদিন ঢাকা, যশোর, চট্টগ্রামসহ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মোকামগুলোতে এক ট্রাক মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে দেড় থেকে দুই লাখ টাকার মধ্যে। চলতি বছর শুধু হাওরেই ৩৫০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। যা বাজারে বিক্রয় হবে প্রায় ৩০ কোটি টাকায়। কৃষকরা জানান, হাওরের এই জমিগুলো অনাবাদি হয়ে পড়ে থাকলেও গত কয়েক বছর ধরে এই সবগুলো জমি চাষের আওতায় এসেছে। এর ফলে হাওরে দিন দিন যেমন বাড়ছে ফসলি জমি পরিমাণ তেমনি জমির দামও বাড়ছে আগের থেকে কয়েকগুণ। চলতি বছর জেলায় মোট ৭২০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। এই থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৩০০ মেট্রিক টন। আর উৎপাদিত এই ফসলের বাজার মূল্য প্রায় ৬৫ কোটি টাকা বেশি। খালিয়াজুরী হাওরের কৃষক মোহাম্মদ ফয়সাল ডেইলি বাংলাদেশকে বলেন, এ বছর হাওরে মিষ্টি কুমড়ার উৎপাদন ভালো হয়েছে। হাওরে এই মিষ্টি কুমড়া আবাদ করতে প্রায় তিন থেকে চার মাস সময় লাগে। এ মিষ্টি কুমড়া চাষ করে যে পরিমাণ আমাদের খরচ হয়েছে এখন তার থেকে আমরা লাভবান আছি। আমরা কয়েকজন বন্ধু মিলে হাওরের অনাবাদি পতিত জমিতে এই মিষ্টি কুমড়া চাষ করেছি। এ মিষ্টি কুমড়া দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে বিশেষ করে ঢাকা চিটাগাং যশোরসহ অনেক জায়গায়। শুরুর দিকে এই মিষ্টি কুমড়ার দাম অনেক ভালো ছিল। তবে এখন দাম একেবারেই কমে গেছে। এখন কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আগে এগুলো ২০ টাকা বিক্রি হয়েছে। মূলত হাওরে প্রচুর পরিমাণে এই মিষ্টি কুমড়ার আবাদ হওয়াতে দাম পড়ে গেছে। নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, নেত্রকোণা জেলায় রবি মৌসুমে সাত হাজারের বেশি জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে জেলায় ৭২০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। বিশেষ করে হাওর অঞ্চলগুলোতে এই ফসলের ব্যাপক আবাদ হয়েছে। এই অঞ্চলের কৃষকদের দেখা দেখি অনেকেই এই মিষ্টি কুমড়া আগ্রহে আগ্রহী হচ্ছেন আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং কৃষক ভাইদের দিকনির্দেশনা এবং পরামর্শ দিয়ে সব প্রকার সহযোগিতা দিয়ে হাওরের অনাবাদি ও পতিত জমিগুলোতে চাষের আওতায় আনছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর