• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

চরবাসির চলাচলের বাধা দূর করেছে ১৮শ মিটার রাস্তা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০  

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রতন্ত চরবাসির চলাচলের বাধা দূর হচ্ছে  ১৮শ মিটার রাস্তা নির্মাণে। চরের জজিরা বাজার থেকে পানাগারি হাট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা নির্মাণের কারণে নিশ্চিন্তপুর ও তেকানী ইউনিয়নবাসির যোগাযোগের নুতন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এতে করে কয়েক হাজার চারবাসির মাঝে স্বস্তি ফিরেছে। 

২৫ নভেম্বর বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়  এলজিইডি’র তত্ত¡াবধায়নে আরসিসি রাস্তাটির  নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।  ধূব ট্রেড এজেন্সি নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। এসময় উপসহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান,  আরসিসি রাস্তাটির জন্য ব্যয় হচ্ছে ২ কোটি ৫৫ লক্ষ টাকা।  এতোদিন কয়েক হাজার মানুষ নিদারুণ কষ্টে এ রাস্তায় চলাচল করেছে।’ 

স্থানীয় স্কুল মাস্টার মনোয়ার  হোসেন জানান, ‘  রাস্তাটি নির্মাণে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ অনেক সহজ হলো।’ 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর