• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ

ভূয়াছড়ি’তে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০  

বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে রাঙ্গামাটির সাজেক থানার আওয়াধীন দুর্গম ভূয়াছড়ি এলাকায় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআরর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত বাঘাইছড়ি থানার আওতাধীন সাজেকের দুর্গম ভূয়াছড়ি এলাকায় কিছু আঞ্চলিক সন্ত্রাসী দলের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। সাজেক এলাকার দুর্গমতার সুযোগ নিয়ে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সংগঠিত হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন গত ২২ নভেম্বর ২০২০ তারিখ হতে সাজেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর ২০২০ তারিখ) সকালে বাঘাইহাট সেনা জোনের একটি আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আঞ্চলিক দলের গোপন আস্তানায় হানা দেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি সন্ত্রাসীরা পালিয়ে যায়।

 

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর টহল দল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে লুকায়িত অবস্থায় ২টি একে-৪৭, ২টি একে-৪৭ এর ম্যাগাজিন, ১টি এসএমসি, ১টি এসএমসির ম্যাগাজিন এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করে। আঞ্চলিক সন্ত্রাসীদের গ্রেপ্তারের লক্ষ্যে উক্ত এলাকায় বর্তমানে অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর