• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীতে বয়েজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে বই ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। 

 

নতুন বছরের পহেলা জানুয়ারী বুধবার দুপুরের দিকে আলহাজ্ব বয়েজ উদ্দিন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এনআর জাহাঙ্গীর রবুর সভাপতিত্বে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে এসব বই ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা নতুন বই ও শীতবস্ত্র হাতে পেয়ে আনন্দে-উল্লাসে বাড়ি চলে যায়। 

 

বই ও শীতবস্ত্র বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রৌমারী  উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, রৌমারী ডিগ্রি কলেজের সাবেক সহকারি অধ্যাপক আলহাজ্ব মজিবুর রহমান, রৌমারী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নির্বাহী সচিব রাজু আহম্মেদ খোকা, যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাখওয়াত হোসেন সবুজ, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, আলহাজ্ব বয়েজ উদ্দিন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ প্রমূখ।

উক্ত বিদ্যালয়টি স্থাপিত হয় ২০১৬ সালে। পরিচালনায় সুইড বাংলাদেশ গোয়ালগ্রাম শাখা রৌমারী কুড়িগ্রাম। এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৭৭জন ও শিক্ষক কর্মচারী রয়েছে ১৩ জন। 

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর