• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ

ধুনটে বাবার বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

বগুড়ার ধুনট উপজেলায় শিল্পি খাতুন (৪২) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃতদেহ তার বাবার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত শিল্পি খাতুন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের গোপালনগর গ্রামের হযরত আলী সরকারের মেয়ে।  

 

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ধুনট থানা থেকে শিল্পি খাতুনের মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাবার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী গ্রামের ইছাহাক আলীর ছেলে লিটন মন্ডলের সাথে শিল্পি খাতুনের প্রায় ২৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। তাদের ঘরে জন্ম নিয়েছে এক ছেলে ও এক মেয়ে সন্তান। অভাব-অনটনের কারণে তাদের সুখের সংসারে অশান্তির সৃষ্টি হয়। দিনমজুর লিটন সংসারের খরচ যোগাতে ব্যর্থ হয়।

 

পারিবারিক এ সব বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে বুধবার রাতে শিল্পি খাতুন স্বামীর ঘরের ভেতর বিষপান করে অসুস্থ্য হয়। এসময় স্বজনরা তাকে স্বামীর ঘর থেকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে শিল্পি খাতুনের মৃত্যু হয়। পরে শিল্পির মৃতদেহ গোপালনগর গ্রামে তার বাবার বাড়িতে নেওয়া হয়।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বিষপানে মৃত্যুর সংবাদ পেয়ে শিল্পি খাতুনের লাশ তার বাবার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। পারিবারিক অশান্তির কারণে এই অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।  

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর