• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ

ধুনটে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

বগুড়ার ধুনট উপজেলায় ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি দাখিল মাদরাসার ৫২টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করে। ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলহাজ্ব মশিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন ও সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।

 

উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট ৪১৬টি পদের বিপরীতে মোট ৮৭০ জন শিক্ষার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৬১জন।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে আট সদস্যের স্টুডেন্টস ক্যাবিনেট। ষষ্ঠ থেকে দশম শ্রেণির যেকোনো ছাত্রছাত্রী নির্বাচনে প্রার্থী হয়েছিল। একজন ভোটার ব্যালটের মাধ্যমে সর্বোচ্চ আটটি ভোট প্রদান করেছে। এর মধ্যে প্রতি শ্রেণিতে একটি করে এবং যেকোনো তিন শ্রেণিতে সর্বোচ্চ দুটি করে ভোট প্রদান করে। প্রতি শ্রেণি থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হয়েছে। পাঁচ শ্রেণিতে পাঁচজন নির্বাচনের পর তাদের মধ্য হতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজন প্রতিনিধি নির্বাচিত হয়।

 

স্টুডেন্টস কেবিনেটের নির্বাচিত প্রতিনিধিরা প্রথম সভায় একজন প্রধান প্রতিনিধি মনোনীত করবে। একই সঙ্গে প্রত্যেকের দায়িত্ব বণ্টন এবং সারা বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। পাশাপাশি প্রতিটি শ্রেণি থেকে দু’জন করে সহযোগী সদস্য মনোনীত করতে হবে, যারা নির্বাচিত প্রতিনিধিদের সহায়তা করবে। তাদের ভোটাধিকার থাকবে না।

 

প্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণ- বিদ্যালয়, আঙিনা ও টয়লেট পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম, পানিসম্পদ, বৃক্ষ রোপণ ও বাগান তৈরি ইত্যাদি দিবস ও অনুষ্ঠান উদযাপন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি এই ৮টি প্রধান দায়িত্বে আটজন নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর