• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

মেয়ে হত্যায় বাবার ১১ বছরের জেল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ মার্চ ২০২৩  

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় মেয়ে হত্যার দায়ে মো. রায়হান নামে একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. রায়হান নোয়াখালীর হাতিয়া উপজেলার মেকফ্যাশন মুকারী মিয়ার বাড়ির আছিলক মাঝির ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. নাঈম হোসেন জানান, মেয়ে হত্যার দায়ে মো. রায়হানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অন্য একটি ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় সাজা একের পর এক কার্যকর হবে। রায় ঘোষণার সময় মো. রায়হান আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠান আদালত।

২০১৩ সালের ৩০ জুলাই পতেঙ্গা থানার স্টিলমিল বাজার এলাকায় স্ত্রী নাসিমা আক্তার ও মেয়ে নাসরিন আক্তার ফেন্সীকে ছুরিকাঘাত করেন রায়হান। আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক নাসরিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন ৩১ জুলাই রায়হানের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী নাসিমা। পরে একই বছরের ১১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৪ সালের ১৬ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর