• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকের মতবিনিময়

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ মার্চ ২০২৩  

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকের সাথে সংশ্লিষ্ট দপ্তরের আওতাভুক্ত মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার এ সভায় টাঙ্গাইলের নব নিযুক্ত জেলা প্রশাসক জসিমউদদীন হায়দারের নির্দেশনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদকে’র অফিস কক্ষে ১২টি নিবন্ধিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মালিকগণদের উদ্দেশ্যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিচালনা সংশ্লিষ্ট বিষয় নিয়ে দিক দর্শন মূলক আলোচনা ও জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের নির্দেশনা অনুয়ায়ী ১২টি কেন্দ্রের মালিকদের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের সিইও খন্দকার মজিবুর রহমান তপন কে নিরাময় কেন্দ্র সমুহের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়।


এ মতবিনিময় সভার বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় নিবন্ধিত সবক’টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় হয়েছে। ডিসি মহোদয়ে নির্দেশনায় খুব শীঘ্রই আমরা পরবর্তী কার্যক্রম শুরু করবো।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর