• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালীটি উপজেলা পরিষদ হল রুমের সামনে থেকে শুরু করে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান প্রমুখ।
আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালিহাতী সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক জহুরুল হক বুলবুলসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান ফরিদ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর