• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলে জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে ‘ডিজিটাল প্রযু্ক্তু ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের যুগ্ম কমিশনার এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী আয়েশা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, প্রগতি মানব কল্যাণের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী, আইনজীবী হোসেনে আরা বেবী প্রমুখ।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বহুবিধ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পারিবারিক সব ক্ষেত্রে আজ পুরুষের পাশাপাশি নারীর সফল পদচারণা। নারী সমাজ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য প্রদর্শন করছে, গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে।
এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর