• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রেমের বিয়ে, বছর না যেতেই নিলেন ফাঁস

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

মানিকগঞ্জের সিংগাইরে প্রেম করে বিয়ের পর বছর না যেতেই মহুয়া মোহনা নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে।
নিহতের পরিবারের অভিযোগ স্বামীর মানসিক নির্যাতন সইতে না পেরে বিয়ের ১১ মাসের মাথায় ফাঁস নেন তিনি। এ ঘটনায় স্বামী সোহানকে গ্রেফতার করা হয়েছে।
নিহত মহুয়া মোহনা উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামের আ. মুন্নাফের মেয়ে। অপরদিকে গ্রেফতারকৃত স্বামী সোহান উপজেলার ফোর্ডনগরভোতা পাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

মঙ্গলবার রাতে নিহতের বাবা আ. মুন্নাফ বাদী হয়ে মহুয়ার স্বামী সোহান, তার চাচা লাবু ডাক্তার ও ফুফু সখিনাকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন।

নিহতের পরিবার জানান, মহুয়া মোহনের বিয়ের পর থেকেই স্বামী সোহান, তার চাচা লাবু ডাক্তার ও ফুফু সখিনার কুপরামর্শে তার ওপর মানসিক নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে স্বামীর বাড়ির পূর্বভিটার চৌচালা টিনের ঘরে আঁড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে মারা যান তিনি।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর