• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

চুলার আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে চুলার আগুনে দগ্ধ হয়ে আফরোজা সুলতানা সাবা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে গ্যাসের চুলায় রান্না করার সময় আফরোজার পরনের কাপড়ে আগুন লেগে দগ্ধ হয়।

নিহত আফরোজ সুলতানা সাবা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভেলুরমোড় মহল্লার আরিফিন আরিফের স্ত্রী। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন আফরোজা সুলতানা সাবা।  

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিল বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে গ্যাসের চুলায় রান্না করার সময় আফরোজার পরনের কাপড়ে আগুন লেগে যায়। 

দগ্ধ অবস্থায় তা=কে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

পরবর্তীতে অবস্থা গুরুতর হলে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আফরোজার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন,আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।   

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর