• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বঙ্গমাতার সংগ্রামী জীবন হোক নারীদের আদর্শ: চসিক মেয়র

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যে আত্মত্যাগ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব করেছেন, তা থেকে শিক্ষা নিতে হবে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের সংগ্রামী জীবন হোক নারীদের আদর্শ।
বুধবার চট্টগ্রাম ক্লাবের স্কোয়াশ গ্রাউন্ডে মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার স্মরণে এসএ গ্রুপের বিশেষ চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, তিনি (বঙ্গমাতা) প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর পাশে থেকে সহযোগিতা করে গেছেন। প্রাণপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে ছায়ার মতো অনুসরণ করেছেন। আদর্শ বাস্তবায়নে জীবনে শত প্রতিকূলতা সত্ত্বেও  লক্ষ্য থেকে সরে আসেননি। আজকের নারীদের তার আদর্শ অনুসরণ ও অনুকরণের আহ্বান জানাই।

তিনি বলেন, বঙ্গমাতার অনুপ্রেরণা শত প্রতিকূলতার মাঝেও জাতির পিতাকে লড়াই চালিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। আজ দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের লড়াই হলো এ দেশকে উন্নত করার। আর লড়াইয়ের সম্মুখভাগে চাই বঙ্গমাতার আদর্শে উজ্জীবিত নারীদের।

অনুষ্ঠানে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাব লি. এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, ৮ নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর