• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে নিজ সন্তানকে অপহরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

গাজীপুরের শ্রীপুরে মো. কামরুজ্জামান নামের এক যুবক তার নিজের সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। পরে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি ও তার সহযোগী মো. আনোয়ার হোসেন ওরফে সম্রাট।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় শ্রীপুর থানা পুলিশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুয়া খেলে প্রায় দুই লাখ টাকা ঋণের দায়ে পড়েছেন নেশাগ্রস্ত যুবক কামরুজ্জামান। প্রবাসী বাবার কাছ থেকে টাকা খসাতে নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন তিনি। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগী মো. আনোয়ার হোসেন ওরফে সম্রাটকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ৬ মার্চ বেলা ২টার দিকে গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার এলাকার মাওনা সিএনজি ফিলিং স্টেশনের পাশ থেকে ৭ বছরের শিশু আফনান আল জামানকে অপহরণ করেন কামরুজ্জামান ও সহযোগী আনোয়ার হোসেন। আফনানকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালিরবাজার মুহুরিপাড়া গ্রামে নেয়া হয়। সেখানে কামরুজ্জামান তার বন্ধু রিপনের বাড়িতে আফনানকে রাখেন। এরপর পরিচয় লুকিয়ে বিভিন্ন নম্বর থেকে মোবাইলে কল করে শিশুটির মা সামিরা জাহানের কাছ মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় সামিরা জাহান গতকাল মঙ্গলবার সকালে শ্রীপুর থানায় মামলা করেন।

সংবাদ সম্মেলনে শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান ও পরিদর্শক (অপারেশন) মো. আনিসুর আশেকিন উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর