• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বরিশালে দোল উৎসবে তরুণ-তরুণীর উচ্ছ্বাস

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসব উদযাপিত হয়েছে। দোল উৎসব উপলক্ষে তরুণ-তরুণীরা রং খেলায় মেতে ওঠেন।
মঙ্গলবার সকাল থেকেই মন্দিরে মন্দিরে পূজার আয়োজন করা হয়। এছাড়া নিজেদের বসতবাড়িতেও পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে রং খেলায় মেতে ওঠেন তারা। দোল উৎসব উপলক্ষে বরিশালে সবচেয়ে বড় আয়োজন ছিল সরকারি ব্রজমোহন কলেজে। প্রতিষ্ঠানটিতে সনাতন বিদ‌্যার্থী সংসদের আয়োজনে উদযাপিত হয় দোল উৎসব। এতে শতশত তরুণ-তরুণী রং খেলায় মেতে ওঠেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এতে অংশ নেন।

সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক সৃষ্টি সাহা জানান, প্রথমবারের মতো দোল উৎসবের আয়োজন করা হয়েছে ব্রজমোহন কলেজে। সকাল ১০টায় কবি জীবনানন্দ দাশ চত্বরে দোল উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একক নৃত্যসহ রং খেলায় মেতে ওঠেন সবাই।

বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর