• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

বিএনপির পরিচিতি সভায় চেয়ার ছোড়াছুড়ি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

মিঠাপুকুর উপজেলা বিএনপির পরিচিতি সভায় হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মুখে সভা পণ্ড হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। 


জানা গেছে, উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শনিবার বিকালে দলীয় কার্যালয়ে শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রাব্বানী। সঞ্চালনা করেন সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতেই একদল বিক্ষুব্ধ কর্মী সভাস্থলে গিয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে সভার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে রাত ৮টার দিকে আবার সভা শুরু হলে বিক্ষুব্ধ কর্মীরা সেখানে ব্যাপক হট্টগোল করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয়। 

জানা গেছে, মার্চ মাসে উপজেলা বিএনপির ৩৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ নিয়ে আগে থেকেই অসন্তোষ চলছে নেতাকর্মীদের মধ্যে। গত বছরের ২১ মে উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ১০ মাস পর এ বছরের মার্চের শেষে কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। এতে আহ্বায়ক পদে গোলাম রাব্বানী এবং সদস্য সচিব পদে মোতাহারুল ইসলাম নিক্সনকে মনোনীত করে ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেন পদ বঞ্চিত নেতাকর্মীরা। 

কমিটিতে পদ বঞ্চিতদের দাবি- বিএনপির যোগ্য নেতা, সাবেক ছাত্রনেতা ও যুবনেতাসহ অনেকেই আহ্বায়ক কমিটিতে স্থান পাননি। 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক একেএম রুহুল্লাহ জুয়েল বলেন, কিছু লোককে তুষ্ট করতেই এ কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী নেতাদের এ আহ্বায়ক কমিটিতে স্থান দেওয়া হয়নি। আমি এ কমিটি প্রত্যাখ্যান করছি। ছাত্রদলের সাবেক সভাপতি সাদেকুল ইসলামসহ অনেকেই একই কথা বলেন। 

আহ্বায়ক গোলাম রাব্বানী বলেন, ভুল বোঝাবুঝি হয়েছে। তাই কথা কাটাকাটি ও তর্ক হয়েছে। হাতাহাতি হয়নি।  

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর