• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

কৃষকের ধান কেটে দিলেন আ.লীগের কেন্দ্রীয় নেতা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

ধান কাটার শ্রমিক সংকট ও তীব্র গরমে পাকা ধান কাটা নিয়ে দিশেহারা প্রান্তিক কৃষক। এমন সময় হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় প্রায় এক বিঘারও বেশি জমির পাকা ধান কেটে দিয়ে কৃষকের পাশে দাঁড়ালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের একদল তরুণ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মাঠের পাকা ধান কেটে দেন। 

এ সময় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল বলেন, চট্টগ্রাম-৫ সংসদীয় আসন ও এর আশপাশের এলাকায় কোন কৃষকের ধান কাটা নিয়ে সমস্যায় পড়লে তাদের জানালে আমাদের নেতাকর্মীরা সমাধানে কাজ করবেন।

স্থানীয় কৃষক আহম্মদ উল্লাহ, মো. আবু তৈয়ব ও মো. মাবুদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রমিক সংকট এবং শ্রমিকের চড়া মূল্যে ও তীব্র রোদে আওয়ামী লীগ নেতাদের এ কাজে তারা খুশি। এ সময় প্রধানমন্ত্রীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন বলেও জানান তারা।

ধান কাটার সময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক রাশেদুল আলম জিসান, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম মহিউদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক তানভীর ইভান, মো. রানা, মো. সুমন, মো. মিশু, মো. রাহাত, মো. রাশেদ, মো. ঈশান, মো. নেজাম এবং সবুজ পরিবেশ আন্দোলনের কাজী নিজাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর