• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

‘আমি আসলে পাগল নই’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

‘মানুষ আমাকে পাগল বললেও আমি আসলে পাগল নই।’ কথাগুলো বলছিলেন নূরুল আমিন নামে এক যুবক। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউপির চৈতনখালী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
জানা যায়, ১২ বছর ঢাকায় একটি টেক্সটাইল মিলে চাকরি করেছেন তিনি। ভালোই চলছিল তার সময়। কিন্তু হঠাৎ তার কি জানি হয়ে গেল। কাজে মন বসে না, কোনো কিছু ভালো লাগে না তার। অস্থির মন কিছুতেই তিনি শান্তি পাচ্ছিল না।  বসে থাকতেও পারে না, না পারে শুইয়ে থাকতে। 


ঠিকমতো চোখে ঘুমও আসে না, তার  মন সর্বদা চায় সব সময় বাইরে দাঁড়িয়ে থাকতে। এতেই তার কিছুটা ভালো লাগে। কতদিন ধরে তিনি এভাবে দাঁড়িয়ে বা বসে থাকবেন তা নিজে বলতে পারেন না নুরুল আমীন। তিনি বলেন, ‘আল্লাহই ভালো জানেন আমি এমন অবস্থা থেকে কবে মুক্তি পাব। আমারে অনেকেই পাগল বলে কিন্ত আমিতো জানি, আমি যে পাগল না।’

তিনি আরো জানান,  যখন ক্লান্তবোধ করেন তখন অল্পসময় বসে থাকেন। কখনো রাস্তার পাশে, বাড়ির সামনে, কখনো উঠানে, কখনো বা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকেন নুরুল আমিন। 


তিনি বলেন, ‘ঠিকমতো গোসল করতে করতে পারি না। গোসল করতে মন চায় না।  আমার কি রোগ হয়েছে তাও সঠিক করে বলতে পারি না। অসুখের পর থাইক্কা মাথার চুল ঝট হইছে। আমি সবসময় এক পোশাকেই থাহি। পোশাক পাল্টাইতে পারি না। পেটে ভোগ লাগলে যহন যা মন চায় যা সামনে পাই তাই  খাই।’

তিনি আরো বলেন, ‘ডাক্তারি চিকিৎসা করার মতো লোকজন অর্থ কোনটাই নেই আমার। একজন কবিরাজের কাছে যাই। কবিরাজে কইছে এটা ওপরের সমস্যা, মানে মাথার সমস্যা। চিকিৎসা করলে ভালো অইবো। সময় লাগবো বহুত।’ 

ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর থেকে নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ বাজার আঞ্চলিক সড়কের চৈতনখালী মসজিদ ও মাদরাসা সংলগ্ন ছোট টিনের দু'চালা ঘরে হতদরিদ্র নুরুল আমিনের বসবাস। পিতা আবুল হোসেন বেঁচে নেই। মা জাহেরা খাতুন মানসিক ভারসাম্যহীন। তারা ৪ ভাই। ভাইদের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি বিয়ে করেননি। নুরুল আমিনের রয়েছে দাড়ি, গোফ ও মাথায় ঝট বাঁধা লম্বা চুল।

নুরুল আমিনের প্রতিবেশী রিটন বলেন, ‘৬-৭ বছর ধইরা নুরুল আমিন এই জায়গায় বেশির ভাগ সময় দাঁড়িয়ে থাকে। মন চাইলে মাঝে মধ্যে বসেও থাকে তেমন কারো সঙ্গে কথা বলে না, মন চাইলে নিকটতম কারো সঙ্গে দুই-এক কথা বলে। তার ঠিকমত নেই খাওয়া, দীর্ঘদিন ধরে ঘুম গোসল কোনটাই নেই। 

নুরুল আমিনের মামি মঞ্জিলা খাতুন বলেন, ‘অনেক বছর ধইরা নুরুল আমিন বাইরে থাহে, ঘুমায় না। ঝড়, বৃষ্টি, বাদল শীত সবসময় সে বাইরে থাহে।ঘরে যায় না। দাঁড়াইয়া ঘুমায়। আবার বইসাও ঘুমায়। কোনো সময় বইয়া থাহে। এইভাবেই সে বাইরে থাহে।’

স্থানীয় ইউপি সদস্য মো. নয়ন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে নুরুল আমিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, একই পোশাক পড়েন। তিনি মনে হয় মানসিক রোগী। যদি তার চিকিৎসা করানো যায় তাহলে তিনি ভালো হতে পারেন। সমাজের বিত্তশালী মানুষ যদি তার চিকিৎসা করানোর ব্যবস্থা করেন তাহলে হয়তো তিনি সুস্থ জীবনযাপন করতে পারবেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর