• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জন্মের পরই মৃত ঘোষণা, আড়াই ঘণ্টা পর কেঁদে উঠল শিশু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

কুমিল্লার বুড়িচংয়ে মৃত ঘোষণার আড়াই ঘণ্টা পর কেঁদে উঠেছে এক সদ্যজাত শিশু। সোমবার ঐ উপজেলার আবিদপুর গ্রামে ঘটনাটি ঘটে। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চান্দিনা সেন্ট্রাল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয়া শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে তাকে বাড়ি নিয়ে যান স্বজনরা। দাফনের জন্য প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ কেঁদে ওঠে শিশুটি। এরপর নবজাতককে নিয়ে হাসপাতালে দৌড়ঝাঁপ শুরু করেন স্বজনরা। পরবর্তীতে তাকে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের প্রবাসী জালালের স্ত্রী সুমাইয়া আক্তারের ঘরে শিশুটির জন্ম হয়। সোমবার সকাল সাড়ে ৬টায় সুমাইয়াকে চান্দিনা সেন্ট্রাল হাসপাতালে নিলে সকাল সাড়ে ৮টায় সিজারিয়ান অপারেশনে তার ছেলে শিশুর জন্ম হয়।

প্রসূতি সুমাইয়ার বড় বোন জরিনা আক্তার বলেন, আমার বোনকে হাসপাতালে নেয়ার পর পরীক্ষা করে তারা বলছে দ্রুত সিজার করতে হবে। অপারেশনের পর ডাক্তার বাচ্চাটিকে কয়েকটি ঝাঁকি দিয়ে বলেন, বাচ্চা মারা গেছে। পরবর্তীতে হাসপাতালের স্টাফরা একটি ওষুধের কার্টুনে করে দিয়ে দেন শিশুটিকে।

সুমাইয়ার বাবা আব্দুল বারেক বলেন, নাতির মৃত্যুর কথা শুনে আমি জানাজা দিতে আবিদপুর যাই। বেলা ১১টার দিকে হঠাৎ শিশুটির নড়েচড়ে উঠে। এ অবস্থা দেখে আমরা কিছুটা চিন্তিত হয়ে পড়ি। কিছুক্ষণ পর আবারো শিশুটি চিৎকার করে ওঠে। মলমূত্র ত্যাগ করায় আমরা তাকে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে নেয়ার পর চিকিৎসক আবারো শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর